রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:১৩
মাজলুমদের প্রতি সমর্থন ইসলামী বিপ্লবের মূলনীতি

ফিলিস্তিনি জনগণকে ইসলামী বিপ্লবের সমর্থন কমিটির প্রধান হুজ্জতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোহাম্মদ হাসান আখতারি বলেন, মাজলুম ও অত্যাচারিতদের পাশে দাঁড়ানো ইসলামী বিপ্লবের অন্যতম মৌলিক নীতি। এই নীতির ভিত্তিতেই ইসলামী প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনের মুজাহিদ জনগণ এবং ইয়েমেন ও লেবাননের প্রতিরোধশীল জাতিগোষ্ঠীর প্রতি ধারাবাহিক সমর্থন জানিয়ে আসছে।

তেহরানে হাওজা নিউজ এজেন্সি’কে দেওয়া এক সাক্ষাৎকারে হুজ্জতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোহাম্মদ হাসান আখতারি এসব কথা বলেন।

তিনি ৩৯তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনকে ইতিবাচক ও ফলপ্রসূ হিসেবে মূল্যায়ন করে বলেন, সময়ের সঙ্গে সঙ্গে মুসলিম বিশ্বের বিশিষ্ট আলেম ও বুদ্ধিজীবীরা ইসলামী প্রজাতন্ত্রের মানবিক ও আন্তরিক উদ্দেশ্য আরও ভালোভাবে উপলব্ধি করছেন এবং সম্মেলনের গ্রহণযোগ্যতা বাড়ছে। তাঁর মতে, সম্মেলনটি একদিকে ফিলিস্তিন ইস্যুতে মুসলিম উম্মাহকে আরও সংবেদনশীল করে তুলছে এবং অন্যদিকে মুসলমানদের মধ্যে ঐক্যের ভিত্তি শক্তিশালী করছে।

আখতরি বলেন, সম্মেলনে উপস্থিত আলেম-ওলামা ও বিশিষ্টজনেরা গাজায় গণহত্যা ও জায়োনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

শত্রুর চাপ ও হুমকি যতই বাড়ুক না কেন, ইসলামী প্রজাতন্ত্র আরও দৃঢ় সংকল্পে অত্যাচারিতদের পাশে দাঁড়াবে।

মুসলিম নেতাদের শুধু বিবৃতি বা ঘোষণায় সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে; কাগুজে নিন্দা যথেষ্ট নয়।

তিনি সতর্ক করে দেন যে, যদি মুসলিম দেশগুলো নিষ্ক্রিয় থাকে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের অব্যাহত সমর্থনে ইসরায়েল আশ্বস্ত হয়, তবে আরও ব্যাপক হত্যাযজ্ঞ ঘটতে থাকবে। নবী করিম (সা.)-এর দৃষ্টান্ত টেনে আখতারি বলেন, “আজ যদি তিনি আমাদের মাঝে থাকতেন, তবে নিশ্চিতভাবেই গাজাবাসীদের মুক্তির জন্য জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতেন।”

পরিশেষে আখতারি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক ঐক্য সম্মেলনের মাধ্যমে কার্যকর কমিটি ও কমিশন গঠন করতে হবে, যা ফিলিস্তিনি জনগণের সমর্থনে বাস্তব ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করবে এবং মুসলিম বিশ্বের দায়িত্বকে কার্যকর রূপ দেবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha