সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ - ১২:১৯
অভাবগ্রস্থ ও অপারগ ঋণগ্রহীতাকে সময় দেওয়ার সওয়াব

ইসলাম শুধু নামাজ-রোজা নয়, বরং মানুষের পারস্পরিক সম্পর্ক, সহানুভূতি ও সহমর্মিতাকেও ইবাদত হিসেবে গণ্য করেছে। আর্থিক সমস্যায় পড়া ঋণগ্রহীতাকে ঋণ পরিশোধের জন্য সুযোগ ও সময় দেওয়া এবং তার প্রতি নম্রতা প্রদর্শন করা একটি মহান আমল, যার জন্য আল্লাহর পক্ষ থেকে অসীম সওয়াব নির্ধারিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) একটি উজ্জ্বল বাণীতে তঙ্গদস্ত (অভাবগ্রস্থ ও অপারগ) ঋণগ্রহীতাকে সময় দেওয়ার ফজিলত বর্ণনা করেছেন। তিনি বলেন,

مَن أَنظرَ مُعسِراً کانَ لهَ علیَ اللهِ فی ‌کُلِّ یَومٍ صَدَقَةٌ بِمثلِ مالَهُ عَلَیهِ حتّی یَستوفِیَ حقَّه
যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত ঋণগ্রহীতাকে সময় দেয়, আল্লাহ প্রতিদিন তার পাওনার সমপরিমাণ সদকা তার জন্য লিখে দেন—এভাবে চলতে থাকে যতক্ষণ না সে তার পাওনা আদায় করে নেয়।

[ওয়াসায়েলুশ্‌ শিয়া, খণ্ড ১৩, পৃষ্ঠা ১১৪]

এই হাদিস আমাদের শেখায় যে আর্থিক লেনদেনে কেবল ন্যায্যতা নয়, বরং দয়া ও উদারতাও অপরিহার্য। অভাবগ্রস্থ ও অপারগ ঋণগ্রহীতাকে সময় দেওয়া শুধু মানবিক দায়িত্ব নয়, বরং আল্লাহর কাছে এক মহৎ ইবাদত ও সদকার সমান প্রতিদান লাভের সুযোগ।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha