মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ - ১৪:৩৩
ইবনে তাইমিয়ার দৃষ্টিভঙ্গি: “হাদিসে মদিনাতুল ইলম” সম্পর্কে

“হাদিসে মদিনাতুল ইলম” নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন প্রখ্যাত আলেম ইবনে তাইমিয়া।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামী ইতিহাসে বহুল আলোচিত “হাদিসে মদিনাতুল ইলম” নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন প্রখ্যাত আলেম ইবনে তাইমিয়া। তিনি এ হাদিসের প্রসঙ্গে ইবনে জাওযির বক্তব্য উদ্ধৃত করে বলেন, ইবনে জাওযি এই হাদিসকে দুর্বল বলে অভিহিত করেছেন।

ইবনে জাওযির সুপরিচিত গ্রন্থ “আল-মাওজু‘আত”-এর দ্বিতীয় খণ্ডে দশম হাদিস হিসেবে “ফি জিকর মদিনাতুল ইলম” স্থান পেয়েছে। সেখানে উল্লেখ আছে যে, এ হাদিস আমীরুল মুমিনীন আলী (আ.), ইবনে আব্বাস, জাবির (রা.) এবং আরও কয়েকজন সাহাবী যেমন সা‘দ ইবনে আবি ওয়াক্কাস প্রমুখ থেকে বর্ণিত হয়েছে। যদিও আরও আটজনের নাম সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি।

তথ্য অনুযায়ী, আলী (আ.) থেকে এই হাদিস পাঁচটি সনদে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস থেকে এসেছে দশটি সনদ এবং জাবির (রা.) থেকে আরও দুটি সনদ পাওয়া যায়। সব মিলিয়ে মোট সতেরোটি সনদে এ হাদিসটি বর্ণিত হয়েছে বলে ইবনে জাওযি উল্লেখ করেন। তবে তিনি শেষ পর্যন্ত মন্তব্য করেন যে, সব সনদই দুর্বল।

তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, এ হাদিসের মোট আঠারোটি পথ বা সূত্র পাওয়া গেলেও ইবনে জাওযির সিদ্ধান্ত ছিল এগুলো গ্রহণযোগ্য নয়। ফলে হাদিসটি নিয়ে পণ্ডিত মহলে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha