হাওজা নিউজ এজেন্সি: ইমাম সাদিক (আ.) ইরশাদ করেন,
مَن حَبَسَ حَقَّ المُؤمِنِ، أَقامَهُ اللهُ یَومَ القِیامَةِ خَمسَمِأَةَ عامٍ عَلی رِجلَیهِ حتّی یسیلَ مِن عَرَقِهِ أَودِیةٌ... ثُمّ یُؤمَرُ بِه اِلی النّار.
“যে ব্যক্তি একজন মুমিনের হক (অন্যায় ও অন্যায্যভাবে) নিজের কাছে আটকে রাখবে, আল্লাহ তা’আলা কিয়ামতের দিনে তাকে পাঁচশত বছর দাঁড় করিয়ে রাখবেন। তখন তার ঘাম থেকে নদীর মতো স্রোত বইতে শুরু করবে; অতঃপর তাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে।”
[সাওয়াবুল আ’মাল, পৃষ্ঠা ৫৪৫)
এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, মানুষের হক আদায় করা শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং আখেরাতের মুক্তি ও আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম শর্ত। তাই অন্যের ন্যায্য অধিকার আদায়ে গাফিলতি মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
আপনার কমেন্ট