মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:০৯
আল্লাহর নিকট শ্রেষ্ঠ কাজ

মানুষের জীবনে অনেক ইবাদত ও সৎকাজ রয়েছে। কিন্তু সব কাজ সমান মর্যাদা পায় না। হযরত রাসূলুল্লাহ ﷺ আমাদের শিখিয়ে দিয়েছেন কোন কাজগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়।

হাওজা নিউজ এজেন্সি: হযরত রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
اَحَبُّ الاَْعْمالِ اِلَی اللّهِ عَزَّ وَ جَلَّ سُرُورٌ یُدْخِلُهُ مُؤْمِنٌ عَلی مُؤْمِنٍ، یَطْرُدُ عَنْهُ جُوعَهُ اَوْ یَکْشِفُ عَنْهُ کَرْبَهُ.

অর্থাৎ, “আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো – এক মুমিনকে খুশি করা, তার ক্ষুধা নিবারণ করা অথবা তার দুঃখ-কষ্ট ও দুশ্চিন্তা দূর করে দেওয়া।”

[বিহারুল আনওয়ার, খণ্ড ৭৪, পৃষ্ঠা ৩১২]

এই হাদিস আমাদের শিখায় যে প্রকৃত ইবাদত শুধু নামাজ, রোজা বা দোয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। একজন মুমিনের মুখে হাসি ফোটানো, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, বিপদে সাহায্য করা – এসবই আল্লাহর কাছে সবচেয়ে ভালো কাজ। তাই আমাদের উচিত সমাজে আনন্দ ছড়িয়ে দেওয়া, মানুষের কষ্ট লাঘব করা এবং একে অপরের সহায় হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha