রবিবার ২৮ সেপ্টেম্বর ২০২৫ - ১১:৪০
ইরানের বিরুদ্ধে যেকোনো অবৈধ পদক্ষেপ কঠোর প্রতিশোধের সম্মুখীন হবে

জাতিসংঘে নিষেধাজ্ঞা পুনঃপ্রযোজনের তথাকথিত “স্ন্যাপব্যাক মেকানিজম” সক্রিয়করণের নিন্দা জানিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কালিবফ স্পষ্ট করে দিয়েছেন—ইরান এই সিদ্ধান্ত মানবে না। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে নেওয়া যেকোনো অবৈধ পদক্ষেপের জবাব দেওয়া হবে দৃঢ় ও কার্যকর প্রতিক্রিয়ায়।

হাওজা নিউজ এজেন্সি: ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কালিবফ বলেছেন, যেকোনো দেশ যদি জাতিসংঘের নিষেধাজ্ঞার অবৈধ পুনঃপ্রযোজনের ভিত্তিতে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তেহরান কঠোর জবাবী পদক্ষেপ গ্রহণ করবে।

রবিবারের পার্লামেন্ট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে কালিবফ তথাকথিত “স্ন্যাপব্যাক মেকানিজম” সক্রিয়করণকে তীব্র নিন্দা জানান এবং জাতিসংঘের নিষেধাজ্ঞার পুনঃপ্রযোজনকে সম্পূর্ণ অবৈধ বলে অভিহিত করেন।

তিনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্রী ইরান কোনোভাবেই এই অবৈধ সিদ্ধান্ত মানবে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য রাশিয়া ও চীনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে এই পদক্ষেপগুলো অবৈধ এবং বাধ্যতামূলক নয়।

কালিবফ জোর দিয়ে বলেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করবে না, কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী এই অধিকার ইরানের স্বীকৃত। তিনি আরও উল্লেখ করেন, এসব নিষেধাজ্ঞার প্রভাব একতরফা মার্কিন নিষেধাজ্ঞার তুলনায় অতি নগণ্য।

পার্লামেন্ট স্পিকার বলেন, স্ন্যাপব্যাক মেকানিজমের আইনি ভিত্তি নেই এবং রাশিয়া ও চীনের বিরোধিতা থাকায় এর বাস্তবায়ন জাতিসংঘেও গুরুতর আইনি সমস্যার মুখে পড়বে।

শেষে কালিবফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো দেশ এই অবৈধ নিষেধাজ্ঞার অজুহাতে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তেহরান দৃঢ় জবাব দেবে। তিনি সতর্ক করে দেন যে এই পদক্ষেপের পেছনে থাকা তিন ইউরোপীয় দেশকেও এর পরিণতির মুখোমুখি হতে হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha