বৃহস্পতিবার ২ অক্টোবর ২০২৫ - ০৮:১৯
হিজবুল্লাহ এখনও লেবাননের যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) সচিব আলী লারিজানি বলেছেন, “হিজবুল্লাহ বর্তমানে কোনো সামরিক পদক্ষেপ নিচ্ছে না, কারণ তারা লেবাননের সঙ্গে থাকা যুদ্ধবিরতি লঙ্ঘন করতে চায় না। অন্যথায়, তারা পরিস্থিতির ধারা পরিবর্তনের ক্ষমতা রাখে।”

হাওজা নিউজ এজেন্সি: ইরানের স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে লারিজানি বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন সামরিকভাবে এখনও শক্তিশালী এবং যুদ্ধবিরতির লঙ্ঘন সত্ত্বেও আপাতত নীরব রয়েছে।

তিনি হিজবুল্লাহর নতুন মহাসচিব শেখ নাঈম কাসেমের প্রশংসা করে বলেন, “তিনি অদক্ষ নন। দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর নেতৃত্বে থাকার কারণে শেখ নাঈম কাসেম শহীদ নাসরুল্লাহর পথ অনুসরণ করছেন। তাঁর চিন্তাভাবনা প্রখর, পরিস্থিতি বিশ্লেষণে যথাযথ এবং ভূরাজনৈতিক পরিবর্তনের জন্য তিনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম।”

সিরিয়ার ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে লারিজানি বলেন, “সিরিয়ার অবস্থা স্থায়ী হবে না। সিরিয়ার জনগণ মুসলিম এবং তারা স্থবির অবস্থা মেনে নিবে না।”

তিনি ইসলামী দেশগুলোর প্রতি আহ্বান জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আয়োজিত অঞ্চলের ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha