মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫ - ১০:৫৩
প্রকৃত মুমিন সেই, যে চাওয়ার আগেই সহযোগিতার হাত বাড়ায়

ইসলামের শিক্ষা হলো— মানুষের প্রয়োজন বোঝা এবং সাহায্যের আবেদনের আগেই সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।

হাওজা নিউজ এজেন্সি: রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
لَا یُکَلِّفُ الْمُؤْمِنُ أَخَاهُ الطَّلَبَ إِلَیْهِ إِذَا عَلِمَ حَاجَتَهُ
মুমিন যখন তার ভাইয়ের অভাব সম্পর্কে জানে, তখন তাকে কিছু চাইতে বাধ্য করে না (অর্থাৎ তার চাওয়া পর্যন্ত অপেক্ষা করে না)।

[বিহারুল আনওয়ার, খণ্ড ৭৪, পৃষ্ঠা ৩১২]

প্রকৃত সহমর্মিতা প্রকাশ পায় তখনই, যখন আমরা কাউকে বলার সুযোগ দেওয়ার আগেই তার প্রয়োজন মিটিয়ে দিই।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha