বুধবার ৮ অক্টোবর ২০২৫ - ১৩:৪১
ব্রিটিশ শহরগুলোতে নির্যাতিতদের পক্ষে আওয়াজ, “ফিলিস্তিন জিন্দাবাদ” স্লোগানের ধ্বনি

ব্রিটেনের বিভিন্ন শহরে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশের জন্য অনুষ্ঠিত বিক্ষোভে “ফিলিস্টিন জিন্দাবাদ”, “ফিলিস্তিনের স্বাধীনতা”, এবং “অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলো”  এই ধরনের স্লোগানগুলো বারবার উচ্চারিত হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, “অপারেশন তুফানুল-আকসা”-এর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে, হাজার হাজার ব্রিটিশ শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক মহলের সতর্কবার্তা উপেক্ষা করে লন্ডন, এডিনবরো, ও গ্লাসগোসহ বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নেয় এবং “বিপ্লব জিন্দাবাদ” স্লোগানের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে।

হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তির ছেলে মার্ক অটকাইন্ড-ও লন্ডনের এক বিক্ষোভে অংশ নেন।
তিনি এমন একটি প্ল্যাকার্ড হাতে ধরে ছিলেন যাতে লেখা ছিল: “হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া ব্যক্তির ছেলে বলছে: গাজায় গণহত্যা বন্ধ করো।”

সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জোর দিয়ে বলেন: ব্রিটিশ নির্মিত অস্ত্র আজ গাজায় শিশুদের হত্যায় ব্যবহৃত হচ্ছে-এই নৃশংসতা বন্ধ হওয়া উচিত।

এই বিক্ষোভগুলো এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পূর্বে দ্য টাইমস পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে এই ধরনের বিক্ষোভকে “অব্রিটিশ” বলে উল্লেখ করেছিলেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha