হাওজা নিউজ এজেন্সি: “সায়্যেদদের প্রজন্ম (নাসরুল্লাহর প্রজন্ম)” স্লোগানে অনুষ্ঠিত এই আয়োজনটি ইমাম মাহদী (আ.ফা.) স্কাউটস সংগঠনের ৪০ বছর পূর্তিও উদযাপন করে। আল-মানার টিভির তথ্যমতে, এটি লেবাননের ইতিহাসে অন্যতম বৃহত্তম স্কাউট সমাবেশ।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ইমাম মাহদী (আ.ফা.) স্কাউটস হিজবুল্লাহর সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত একটি গুরুত্বপূর্ণ সংগঠন। বর্তমানে এর সদস্য সংখ্যা ৭৬ হাজারেরও বেশি, যা দেশটির অন্য সব স্কাউট সংগঠনের সম্মিলিত সদস্য সংখ্যার ছয় গুণ।
সংগঠনটির সদস্যরা প্রতিবন্ধী ও অসুস্থ মানুষকে সহায়তা, দরিদ্রদের ঘর পুনর্নির্মাণ, ওষুধ বিতরণ, এবং মসজিদ ও স্কুল পরিষ্কার রাখাসহ নানা মানবিক কার্যক্রমে অংশ নেয়। এ ছাড়া ক্রীড়া, সাংস্কৃতিক ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচিও তাদের কর্মকাণ্ডের অংশ।
দাতব্য সংস্থা, ধর্মীয় কর্তৃপক্ষ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহায়তায় ইমাম মাহদী (আ.ফা.) স্কাউটস লেবাননে অন্যতম বৃহৎ যুব সংগঠন হিসেবে কাজ করছে।
আপনার কমেন্ট