রবিবার ১২ অক্টোবর ২০২৫ - ১৪:১৯
বৈরুতে হাসান নাসরুল্লাহ স্মরণে ৬০ হাজার স্কাউটের সমাবেশ

বৈরুতে হাসান নাসরুল্লাহ স্মরণে ৬০ হাজার স্কাউটের সমাবেশ

ইমাম মাহদী (আ.ফা.) স্কাউটসের ৪০ বছর পূর্তি উদযাপন

বৈরুতে হিজবুল্লাহ নেতা শহীদ সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ ও সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনকে স্মরণে রবিবার বিশাল স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর স্পোর্টস সিটি কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে লেবাননের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৬০ হাজারেরও বেশি ছেলে-মেয়ে স্কাউট অংশ নেয়।

হাওজা নিউজ এজেন্সি: “সায়্যেদদের প্রজন্ম (নাসরুল্লাহর প্রজন্ম)” স্লোগানে অনুষ্ঠিত এই আয়োজনটি ইমাম মাহদী (আ.ফা.) স্কাউটস সংগঠনের ৪০ বছর পূর্তিও উদযাপন করে। আল-মানার টিভির তথ্যমতে, এটি লেবাননের ইতিহাসে অন্যতম বৃহত্তম স্কাউট সমাবেশ।

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ইমাম মাহদী (আ.ফা.) স্কাউটস হিজবুল্লাহর সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত একটি গুরুত্বপূর্ণ সংগঠন। বর্তমানে এর সদস্য সংখ্যা ৭৬ হাজারেরও বেশি, যা দেশটির অন্য সব স্কাউট সংগঠনের সম্মিলিত সদস্য সংখ্যার ছয় গুণ।

সংগঠনটির সদস্যরা প্রতিবন্ধী ও অসুস্থ মানুষকে সহায়তা, দরিদ্রদের ঘর পুনর্নির্মাণ, ওষুধ বিতরণ, এবং মসজিদ ও স্কুল পরিষ্কার রাখাসহ নানা মানবিক কার্যক্রমে অংশ নেয়। এ ছাড়া ক্রীড়া, সাংস্কৃতিক ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচিও তাদের কর্মকাণ্ডের অংশ।

দাতব্য সংস্থা, ধর্মীয় কর্তৃপক্ষ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহায়তায় ইমাম মাহদী (আ.ফা.) স্কাউটস লেবাননে অন্যতম বৃহৎ যুব সংগঠন হিসেবে কাজ করছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha