সোমবার ১৩ অক্টোবর ২০২৫ - ২১:০০
ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণ চলাকালে হট্টগোল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট-এ তুমুল হট্টগোলের ঘটনা ঘটে, ফলে কিছু সময়ের জন্য তার ভাষণ বন্ধ হয়ে যায়। খবর বিবিসি ও টাইমস অব ইসরায়েল।

হাওজা নিউজ এজেন্সি: টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান’ জানিয়ে ব্যানার প্রদর্শনের কারণে হাদাশ-তা’আল পার্টির চেয়ারম্যান আয়মান ওদেহ-কে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়। তিনি ট্রাম্পের ভাষণের সময় হাতে ব্যানার তুলে ধরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

বিবিসির খবরে উল্লেখ করা হয়, ওদেহ ব্যানার তুলতেই কয়েকজন পার্লামেন্ট সদস্য তার দিকে এগিয়ে যান, ব্যানারটি ছিনিয়ে নেন এবং নিরাপত্তা কর্মীরা দ্রুত তাকে নেসেট থেকে বের করে দেন। পরবর্তীতে জানা যায়, তার সঙ্গে আরেক সংসদ সদস্য ওফের কাসিফ-কেও বের করে দেওয়া হয়েছে।

ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প হাস্যরসের সুরে বলেন, “কাজটা খুব দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে।”

এরপর ট্রাম্প তার ভাষণে বলেন, “আজ একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর সূচিত হলো।” তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে তাকে “অসাধারণ সাহসী একজন নেতা” বলে অভিহিত করেন।

এ সময় পার্লামেন্টের বহু সদস্য নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে চিৎকার করে ওঠেন। ট্রাম্প তখন মন্তব্য করেন, “এখন ইসরায়েলের জন্য ‘স্বর্ণযুগ’ আসছে, যা গোটা অঞ্চলের জন্যও এক নতুন স্বর্ণযুগের সূচনা করবে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha