হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জোর দিয়ে বলেছে যে, গাজায় গত দুই বছর ধরে চলমান যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে শিশুরা।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র বলেছেন, প্রতি সতেরো মিনিটে অন্তত এক শিশু নিহত বা পঙ্গু হচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও মর্মান্তিক পরিসংখ্যান।
তিনি গাজার উপর ইসরায়েলি (সায়োনিস্ট) আগ্রাসন শুরু হওয়ার দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে আরও বলেন, শিশুরা মারাত্মক শারীরিক ও মানসিক আঘাত সহ্য করছে। তারা বারবার এতিম হচ্ছে, গৃহহীন হচ্ছে, এবং এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে যা কোনো শিশুরই সহ্য করা উচিত নয়।
ইউনিসেফ মানবিক সহায়তায় ধারাবাহিক বাধা আরোপের বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সংস্থার মুখপাত্র পিয়ার্স বলেন, ইনকিউবেটর ও ভেন্টিলেটর-যন্ত্রগুলো যেগুলো অপরিণত নবজাতকদের বাঁচিয়ে রাখতে অপরিহার্য-তা পর্যন্ত আটক করা হয়েছে।
তিনি আরও জানান, গাজায় প্রতি পাঁচটি শিশুর মধ্যে একটি শিশু অপুষ্টিতে ভুগে জন্ম নিচ্ছে।
মুখপাত্রের ভাষায়, আমরা এমন শিশুদের কথা বলছি, যারা জন্মের পর থেকেই বেঁচে থাকার জন্য অক্সিজেন মাস্কের ওপর নির্ভরশীল।
আপনার কমেন্ট