শনিবার ১১ অক্টোবর ২০২৫ - ১৪:১২
হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেবে ইরানের শীর্ষ কর্তৃপক্ষ

ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, হরমুজ প্রণালী খোলা রাখা বা বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর নির্ভর করছে। তিনি প্রণালীর কৌশলগত গুরুত্বকে “বিশ্বের জ্বালানি প্রবাহের ধমনি” হিসেবে বর্ণনা করেছেন এবং প্রশ্ন তুলেছেন, পুরো বিশ্ব যদি এই প্রণালী থেকে উপকৃত হয়, তাহলে ইরান কি এর সুফল থেকে বঞ্চিত হবে?

হাওজা নিউজ এজেন্সি:  আইআরজিসি কমান্ডার তাংসিরি পারস্য উপসাগরে পারমাণবিক চালিত যুদ্ধজাহাজের উপস্থিতির পরিবেশগত ঝুঁকি নিয়ে সতর্ক করেন। তিনি একটি অতীত ঘটনার উদাহরণ দেন, যেখানে একটি জাপানি জাহাজ ও একটি মার্কিন সাবমেরিনের সংঘর্ষে তেল নিঃসরণের ফলে মারাত্মক পরিবেশগত ক্ষতি হয়েছিল।

তিনি বিদেশি সামরিক উপস্থিতির সমালোচনা করে বলেন, “তারা এই অঞ্চলে শত্রুতা সৃষ্টি করে নিজেদের উপস্থিতি ন্যায্যতা প্রমাণ করতে চায়।” পাশাপাশি জোর দিয়ে বলেন, “ইরান গত ৩০০ বছরে কোনো দেশ আক্রমণ করেনি। আমরা সংঘাত চাই না; তবু জাতীয় স্বার্থের সুরক্ষায় দৃঢ় অবস্থান রাখব।”

রিয়ার অ্যাডমিরাল তাংসিরি পুনর্ব্যক্ত করেন, হরমুজ প্রণালী বন্ধ বা খোলা রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আন্তর্জাতিক চাপ এবং ইরানের তেলের রপ্তানি সংক্রান্ত পরিস্থিতির ওপর।

দেশের প্রতিরক্ষা সক্ষমতার বিষয়ে তিনি বলেন, “ইরান এখন সম্পূর্ণ সামরিক স্বনির্ভরতায় পৌঁছেছে। আমরা গর্বের সঙ্গে বলতে পারি— ইরান এখন ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌযান রফতানির যোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে।” তিনি আরও যোগ করেন, “ইরানের সামর্থ্য এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আমরা কেবল সীমান্তই নয়, আঞ্চলিক স্থিতিশীলতাকেও রক্ষা করতে সক্ষম।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha