হাওজা নিউজ এজেন্সি: সোমবার তেহরানে পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্যদের সঙ্গে এক বৈঠকে জেনারেল হাতামি বলেন, “১২ দিনের সেই যুদ্ধ আমাদের ১২ বছরের সমান শিক্ষা দিয়েছে। ওই শিক্ষার আলোকে আমরা যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।”
তিনি আরও মন্তব্য করেন যে, আজকের বিশ্বে শক্তির প্রয়োগ কূটনীতির চেয়েও গুরুত্ব পাচ্ছে। “কিছু পক্ষ ‘শক্তির মাধ্যমে শান্তি’—এই শ্লোগানের আড়ালে বাস্তবে বলপ্রয়োগের মাধ্যমে বৈশ্বিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ফলে কূটনীতির ভুমিকা আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছে,” তিনি উল্লেখ করেন।
জেনারেল হাতামি গাজা, ইরান, সিরিয়া, লেবানন ও কাতারের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনকে “জবরদস্তির যুক্তি” হিসেবে উদাহরণ তুলে ধরে বলেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ির ছদ্মবাণীর সাথে সঙ্গতিপূর্ণভাবে “এই যুক্তিকে পরাজিত করার একমাত্র উপায় হলো নিজেদের শক্তিশালী ও সক্ষম করা।”
পার্লামেন্টের ওই কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, নিরোধকতা (deterrence) বাড়ানোর উদ্যোগকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সংসদ সমর্থন করবে। “ইসলামী ব্যবস্থার সকল স্তম্ভকে সক্ষম করে গড়ে তোলা প্রাথমিক লক্ষ্য হিসেবে নিতে হবে,” তিনি বলেন এবং যোগ করেন, “পার্লামেন্ট এই লক্ষ্য অর্জনে আইন প্রণয়ন ও বাজেটের মাধ্যমে পূর্ণ সহযোগিতা করবে।”
আপনার কমেন্ট