হাওজা নিউজ এজেন্সি: আব্বাস আরাকচি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ এক বার্তায় লিখেছেন, “উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত অ-জোটভুক্ত দেশসমূহের (NAM) মন্ত্রীপর্যায়ের সাম্প্রতিক সম্মেলনে ১২০টিরও বেশি দেশ বাস্তবতাকে স্বীকৃতি দিয়েছে— জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলিউশন ২২৩১ আগামীকাল, ১৮ অক্টোবর, আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে আরোপিত পূর্ববর্তী সব নিরাপত্তা পরিষদ নিষেধাজ্ঞা বাতিল হবে এবং ইরানের বিষয়টি পরিষদের কার্যসূচি থেকে সরিয়ে দেওয়া হবে।”
আরাকচি আরও বলেন, “পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT)-এর সদস্য রাষ্ট্র হিসেবে ইরান শুধুমাত্র ওই চুক্তির অধীনে তার অধিকার ও দায়িত্বের প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। এর অর্থ হলো, ইরানের পারমাণবিক কর্মসূচির পরিসর বা মাত্রায় কোনো সীমাবদ্ধতা থাকবে না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর সঙ্গে ইরানের সহযোগিতা কেবলমাত্র ‘সর্বব্যাপী নিরাপত্তা চুক্তি’ (Comprehensive Safeguards Agreement)-এর কাঠামোর মধ্যেই চলবে এবং তা ইরানের সংসদে গৃহীত সাম্প্রতিক আইন অনুযায়ী পরিচালিত হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “বিশ্বের বিপুল সংখ্যাগরিষ্ঠ দেশ অল্প কয়েকটি একঘরে সরকারের অবৈধ ও একতরফা পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে। যারা এখনো বাস্তবতাকে বিকৃত করার চেষ্টা করছে, তারা এই পথ অব্যাহত রাখলে আরও গভীর বিচ্ছিন্নতায় পতিত হবে।”
আরাকচি তাঁর বার্তার উপসংহারে বলেন, “ইরানের সার্বভৌম অধিকার কোনোভাবেই আলোচনাযোগ্য নয় এবং তা রাজনৈতিক চাপের অধীন হতে পারে না। আইন ও ন্যায়ের শাসনই সর্বোচ্চ কর্তৃত্ব লাভ করবে— জবরদস্তি বা চাপ নয়।”
আপনার কমেন্ট