বুধবার ১৯ নভেম্বর ২০২৫ - ২১:৪১
বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে IAEA-এর সঙ্গে ইরান কোনো আলোচনা করবে না

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করেছেন যে বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো সম্পর্কিত কোনো বিষয়েই তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) সঙ্গে সম্পৃক্ত হবে না।

হাওজা নিউজ এজেন্সি: নিজের এক্স (X) পোস্টে আরাকচি লিখেছেন, “ইরান কোনো অবস্থাতেই শূন্য-সমৃদ্ধকরণ শর্ত গ্রহণ করবে না। কারণ এটি এখন জাতীয় মর্যাদা ও সম্মানের বিষয়। এ লক্ষ্য অর্জন ও রক্ষা করতে আমরা বিপুল ব্যয় করেছি এবং আমাদের একাধিক পারমাণবিক বিজ্ঞানী প্রাণ উৎসর্গ করেছেন।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “পারমাণবিক সমৃদ্ধকরণের হার শূন্যে নামিয়ে আনার যে কোনো সমঝোতা ইরানের দৃষ্টিতে বিশ্বাসঘাতকতার শামিল এবং তেহরান কখনো তা গ্রহণ করবে না।”

আরাকচি বলেন, “জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার সঙ্গে আমাদের সহযোগিতা কেবল সেই স্থাপনাগুলো পর্যন্ত সীমাবদ্ধ, যেগুলো বোমাবর্ষণের শিকার হয়নি। সংস্থার বিধিবিধানের আওতায় আমরা শুধু অক্ষত স্থাপনাগুলো নিয়েই কাজ করি; হামলায় বিধ্বস্ত স্থাপনাগুলোর বিষয়ে IAEA-এর সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই।”

অন্যদিকে, IAEA মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বুধবার জানিয়েছেন যে সংস্থার পরিদর্শকরা ইরানে ফিরে গেছেন এবং জুন মাসের হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি এমন স্থাপনাগুলোতে পরিদর্শন সম্পন্ন করেছেন।

এক্স-এ দেওয়া তাঁর পোস্টে তিনি বলেন, “আমাদের পরিদর্শকরা ইতোমধ্যে ইরানে ফিরে অক্ষত স্থাপনাগুলোতে পরিদর্শন করেছেন। তবে পূর্ণাঙ্গ পরিদর্শন কার্যক্রম পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আরও সহযোগিতা প্রয়োজন। আমরা তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি এবং সম্পূর্ণ যাচাই-বাছাই প্রক্রিয়া পুনরুদ্ধারের জন্য কাজ চালিয়ে যাচ্ছি।”

গ্রোসি বোর্ড অব গভর্নর্স বৈঠকে তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “আমরা কারও কাছে কোনো প্রস্তাব (রেজল্যুশন) খসড়া করার আহ্বান জানাইনি।”

IAEA প্রধানের মতে, ইরান ও সংস্থার এখন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) এবং সেফগার্ডস চুক্তির আওতায় উভয় পক্ষের করণীয় দায়িত্বে মনোনিবেশ করা উচিত ।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha