হাওজা নিউজ এজেন্সি: আইআরজিসি এয়ারোস্পেস বাহিনীর শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনারেল ফাদাভি পশ্চিমা দেশগুলোর দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করে বলেন, “ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করার বিষয়ে শত্রুপক্ষের কথাগুলো হলো অপেশাদার ও অজ্ঞতাপূর্ণ মন্তব্য।”
তিনি ব্যাখ্যা করে বলেন, “ইরান যে ক্ষেপণাস্ত্র-পরিসরের কাঠামো অনুসরণ করে, তা মহান ইমাম খোমেনি (রহ.)-এর নির্ধারিত নীতিমালার ওপর ভিত্তি করে গঠিত, এবং এর সঙ্গে কোনোভাবেই আইআরজিসির সক্ষমতা সীমিত করার বিষয়টি সম্পর্কিত নয়।”
জেনারেল ফাদাভি আরও জোর দিয়ে বলেন, “আইআরজিসি একটি গতিশীল ও উন্নত সংগঠন, যা দৃঢ়ভাবে নিজের অগ্রগতির পথে অটল রয়েছে।”
তিনি শহীদ হাসান তেহরানি মোকাদ্দাম ও এয়ারোস্পেস বাহিনীর অন্যান্য শহীদদের অবদানের প্রশংসা করে বলেন, “যখন আল্লাহ দেখেন আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছি, তখন তিনি আমাদের বিজয় দান করেন।”
সপ্তাহের শুরুর দিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানিও পশ্চিমা দেশগুলোর অবস্থানকে কঠোরভাবে সমালোচনা করে বলেন, “ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পশ্চিমাদের কোনো বিষয় নয়; এ ধরনের দাবি যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশের আধিপত্যবাদী নীতিরই প্রতিফলন।”
আপনার কমেন্ট