সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ - ১২:৫৮
রজব: তাওহিদ সুদৃঢ় করার মাস

রজব মাসের দৈনন্দিন আমলগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হলো প্রতিদিন এক হাজার বার “লা ইলাহা ইল্লাল্লাহ” জিকির পাঠ করা। যথাযথ মনোযোগ ও দৃঢ় সংকল্প থাকলে এই আমল মোটেও কঠিন নয়। এ নির্দেশনা আত্মশুদ্ধি ও আত্মগঠনে তাওহিদের গভীর গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে।

হাওজা নিউজ এজেন্সি: প্রয়াত আল্লামা মিসবাহ ইয়াজদি (রহ.) তাঁর এক বক্তৃতায় “তাওহিদ সুদৃঢ় করার মাস হিসেবে রজব” শীর্ষক আলোচনায় এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। তাঁর সেই বক্তব্য থেকে সংকলিত অংশ পাঠকদের জন্য উপস্থাপন করা হলো:

আল্লামা মিসবাহ (রহ.) বলেন, রজব মাসের প্রতিটি দিনের জন্য যে আমলগুলো বর্ণিত হয়েছে, তার মধ্যে অন্যতম হলো দৈনিক এক হাজার বার “لا اله الا الله লা ইলাহা ইল্লাল্লাহ” জিকির করা।

অনেকের কাছে প্রতিদিন এক হাজার বার এই তাওহিদের কালিমা পাঠ করা কঠিন মনে হতে পারে। তবে কেউ যদি আন্তরিকতা ও দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে তা পালন করে, তাহলে বিষয়টি মোটেও কষ্টসাধ্য নয়; এতে গড়ে আধা ঘণ্টার বেশি সময় লাগে না।

এই নির্দেশনা স্পষ্টভাবে প্রমাণ করে যে, ইসলাম আত্মশুদ্ধি, নৈতিক গঠন এবং আধ্যাত্মিক উৎকর্ষের ক্ষেত্রে তাওহিদকে কতটা মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করেছে।

তিনি আরও বলেন, রজব মাস তাওহিদ বিষয়ে অধ্যয়ন ও চিন্তাভাবনার জন্য অত্যন্ত উপযোগী সময়। তাওহিদের সঠিক উপলব্ধি মানুষের জীবনের সঠিক পথ নির্ধারণ করে দেয় এবং তাকে আত্মিক উন্নতির শীর্ষে পৌঁছে দেয়।

তাওহিদ মানুষকে এমন এক উচ্চতায় উন্নীত করে এবং এমন মর্যাদা ও আত্মসম্মান দান করে যে, সে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তার সামনে নত হতে রাজি হয় না; কারণ সে দৃঢ়ভাবে বিশ্বাস করে— أَنَّ كُلَّ شَيْءٍ مِنَ اللّٰهِ সব কিছুই আল্লাহর পক্ষ থেকেই আসে।

সূত্র: ১৩/০৪/১৩৮৭ হিজরি শামসি (৩ জুলাই ২০০৮ খ্রিস্টাব্দ)  তারিখে প্রদত্ত বক্তব্য থেকে সংকলিত

আপনার কমেন্ট

You are replying to: .
captcha