মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ - ১৩:৫৩
হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপপ্রধান ঘোষণা দিলেন: "বিজয় আমাদের নিয়তি"  

নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ আব্দুল করিম ওবেইদ বলেছেন, যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন, আমরা শহীদদের পথে অটল থাকব। ইনশাআল্লাহ্, বিজয় আমাদের মিত্রদের নিয়তিতে পরিণত হবে।

হাওজা নিউজ এজেন্সি প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননের আল-শারকিয়াহ শহরে শহীদ কমান্ডার আহমাদ আলি শুয়াইবের শাহাদাতবার্ষিকীতে আয়োজিত এক বিশাল সমাবেশে ভাষণ দিয়ে শেখ ওবেইদ আরও বলেন, আমরা আমাদের প্রাণসহ সবকিছুই সত্যের পথে উৎসর্গ করতে প্রস্তুত। যদি কেউ বলে, তোমাদের সময় শেষ হয়ে গেছে, তাহলে আমরা স্পষ্ট বলে দেব—ইসরায়েলের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এ ধরনের কথার কোনো বাস্তব উপযোগিতা নেই, আর এটা আমাদের সংগ্রামকে থামাতেও পারবে না।

তিনি জোর দিয়ে বলেন, শত্রুকে আমাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করার দায়িত্ব আমাদের সবার। এই পথ স্পষ্ট, আর এই মিশন সবার।

মর্মস্পর্শী বক্তৃতার শেষে শেখ ওবেইদ ঐতিহাসিক শব্দে বলেন, আমাদের ত্যাগ যতই হোক না কেন, আমরা শহীদদের পদাঙ্ক অনুসরণ করে চলব। আল্লাহ্র অনুগ্রহে চূড়ান্ত ও সর্বোচ্চ বিজয় আমাদের মিত্রদের জন্যই নির্ধারিত।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha