বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ - ১১:১০
দোয়া কবুলের চাবিকাঠি!

দরুদ শরীফ হলো কবুলকৃত ‘দোয়া’ এবং দোয়া কবুলের চাবিকাঠি!

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন, 

کُلُّ دُعَاءٍ یُدْعَى اللَّهُ عَزَّ وَ جَلَّ بِهِ مَحْجُوب عَنِ السَّمَاءِ حَتَّى یُصَلَّى عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ

যে কোনো দোয়া- যাতে আল্লাহকে ডাকা হয় (করুণা প্রার্থনা করা হয়)- তা ততক্ষণ পর্যন্ত আসমানে পৌঁছায় না এবং কবুল হয় না, যতক্ষণ পর্যন্ত না রাসূল (সা.) ও তাঁর আহলে বাইত (আ.)-এর উপর দরুদ পাঠ করা হয়।

[আল-কাফি, ২/৪৯৩]

সংক্ষিপ্ত ব্যাখ্যা:

১. দোয়ার শর্ত: দরুদ ছাড়া দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না 

২. দরুদের গুরুত্ব: এটি দোয়া কবুলের চাবিকাঠি 

৩. আহলে বাইতের মর্যাদা: তাদের সাথে রাসূল (সা.)-এর বিশেষ সম্পর্কের প্রতি ইঙ্গিত! 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha