হাওজা নিউজ এজেন্সি: ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, হামাস যতদিন হুমকি হিসেবে রয়ে যাবে এবং জিম্মিরা মুক্ত না হবে, ততদিন এই অভিযান চলবে। তারা আরও দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ১৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল-জাজিরা জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু শনিবারের আগের ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন প্রায় ১৫০ জন।
এদিকে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান ও মানবিক সহায়তা প্রবেশের দাবির পরও ইসরাইল সীমান্তে সাঁজোয়া বাহিনী মোতায়েনসহ হামলার মাত্রা আরও বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, নতুন এই অভিযান কূটনৈতিক প্রচেষ্টাগুলোকে কার্যত ভেস্তে দিয়েছে।
টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়, ‘অপারেশন গিডিয়ন্স চ্যারিওটস’ নামটি বাইবেলের একজন যোদ্ধার নামে রাখা হয়েছে। অভিযানটির অংশ হিসেবে গাজার দক্ষিণে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া, হামাসের ওপর চাপ বৃদ্ধি এবং ত্রাণ কার্যক্রমে তাদের হস্তক্ষেপ ঠেকানোর চেষ্টা চলছে।
আপনার কমেন্ট