রবিবার ১৮ মে ২০২৫ - ১৮:২৯
জোলানির ট্রাম্পের প্রশংসা থেকে ইসরাইলের সঙ্গে আলোচনার যাত্রা; সিএনএনের বড়ো বিস্ফোরক প্রতিবেদন

আমেরিকার টেলিভিশন চ্যানেল সিএনএন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যে, আজারবাইজানের বাকু শহরে ইসরাইলি দখলদার সরকার ও জোলানি কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনা হয়েছে।

হাওযা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সিএনএনের মতে, ইসরাইলি সেনাবাহিনীর অপারেশন বিভাগের প্রধান ওদেদ বাসিয়োক, সিরিয়ার স্বঘোষিত শাসক জোলানির প্রতিনিধিরা এবং তুরস্কের কিছু কর্মকর্তা ওই আলোচনায় অংশ নেন।

সিএনএন আরও জানিয়েছে, সম্প্রতি সিরিয়ার প্রাক্তন সন্ত্রাসী গোষ্ঠী "তাহরির আল-শাম"-এর নেতা আল-জোলানি ঘোষণা করেছিলেন যে, দেশের ওপর আক্রমণ বন্ধ করার লক্ষ্যে ইসরাইল সরকারের সঙ্গে পরোক্ষ আলোচনা চলছে।

যদিও এখনো পর্যন্ত সিরিয়ার কোনও সরকারি সূত্র ইসরাইলের সঙ্গে এই সরাসরি আলোচনার বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

সিএনএনের সূত্র আলোচনার মূল এজেন্ডা বা মধ্যস্থতাকারী পক্ষের পরিচয় প্রকাশ করেনি।

প্রসঙ্গত, কিছুদিন আগে সৌদি আরবে একটি ভিডিও কনফারেন্সে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সিরিয়ার স্বঘোষিত শাসক জোলানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে একত্রে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনার কথা বলেন এবং এতে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিতও দেন।

এই বৈঠকে জোলানির ট্রাম্পের সঙ্গে সৌদি আরবে সাক্ষাৎ মিডিয়ার ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে, কারণ মার্কিন সরকার এর আগে জোলানি (আহমদ আশ-শার’আ)-র মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল। অথচ এখন ট্রাম্প অত্যন্ত দ্বিচারিতার সঙ্গে জোলানিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তার প্রশংসা করেছেন!

আপনার কমেন্ট

You are replying to: .
captcha