রবিবার ২৫ মে ২০২৫ - ১৩:১৯
কথা বলার পূর্বে চিন্তা করুন!

ইসলাম ধর্মে জবান বা কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়েছে। মানুষের সম্মান ও অসম্মান তার জবানের উপর অনেকাংশেই নির্ভরশীল।

হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) বলেছেন,
اِعلَمُوا اَیُّهَا النَّاسُ اَنَّهُ مَن لَم یَملِکُ لِسانَهُ، یَندَم
হে মানুষ! জেনে রাখো, যে ব্যক্তি নিজের জিভের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, সে অনুশোচনায় ভোগে।

[তুহাফুল উকূল, পৃষ্ঠা- ৯৪]

এই হাদিস আমাদের শেখা— ভাষা ব্যবহারে সংযম ও সতর্কতা অবলম্বন করা একজন মু’মিনের জন্য কতটা জরুরি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha