মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ - ১৩:২০
আহলে বাইত (আ.)-কে ভালোবাসলে কেউ কখনো পথভ্রষ্ট হবে না: ড. তাহিরুল কাদরি

পাকিস্তানের প্রখ্যাত আলেমে দ্বীন ও মিনহাজুল কুরআন আন্দোলনের প্রতিষ্ঠাতা ড. তাহিরুল কাদরি বলেছেন, যারা কুরআন ও আহলে বাইত (আ.)-এর প্রতি ভালোবাসা রাখে, তারা কখনো পথভ্রষ্ট হয় না। তিনি বলেন, এ কথা নিজেই নবী করিম (সা.) উম্মতের জন্য গ্যারান্টি হিসেবে রেখে গেছেন।

হাওজা নিউজ এজেন্সি:* মিনহাজুল কুরআন আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ড. মুহাম্মদ তাহিরুল কাদরি এক বক্তব্যে বলেছেন, “যাদের হৃদয় সুদৃঢ় এবং যারা কুরআন ও আহলে বাইত (আ.)-কে ভালোবাসে, তারা সৎপথ থেকে কখনো বিচ্যুত হয় না এবং শয়তানও তাদের গোমরাহ করতে পারে না।”

তিনি বলেন, নবী করিম (সা.) উম্মতকে আশ্বস্ত করে গেছেন: “হে মানুষ! আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি—যদি তোমরা তাদের অনুসরণ করো, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। সেই দুটি হলো আল্লাহর কিতাব (কুরআন) এবং আমার আহলে বাইত (আ.)। তাদের শক্তভাবে আঁকড়ে ধরো।”

ড. তাহিরুল কাদরি নবী (সা.)-এর হাদিস উদ্ধৃত করে বলেন, “যারা আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণ করে, তাদের জীবন হবে দীর্ঘ ও বরকতময়। আর যারা আমার সন্তানদের প্রতি সদাচরণ করবে না, তাদের জীবন থেকে বরকত উঠে যাবে এবং কিয়ামতের দিন তারা আমার সামনে কালিমালিপ্ত মুখ নিয়ে হাজির হবে।”

তিনি আরও বলেন, রাসূলুল্লাহ (সা.) কখনো বিনিময়ে দুনিয়াবি কিছু চাননি। বরং তিনি উম্মতের জন্য দোয়া করেছেন, দীর্ঘ সেজদা দিয়েছেন, তাদের হেদায়াতের জন্য অন্তর সদা প্রশান্ত ছিল। নবী করিম (সা.) তাঁর উম্মতের কাছ থেকে শুধু একটিই দাবি করেছেন—“আমার পর কুরআন ও আমার আহলে বাইতের প্রতি খেয়াল রেখো।” এই কথার সঙ্গে তিনি আল্লাহর ভয়ও স্মরণ করিয়ে দিয়েছেন।

ড. কাদরি ইমাম তাবরানীর বর্ণনা তুলে ধরে বলেন, “নবী (সা.) বলেছেন—কুরআন ও আমার আহলে বাইতকে অনুসরণ করো, তাদের থেকে এগিয়ে যেও না, নয়তো ধ্বংস হবে; তাদের শেখাতে যেও না, কারণ তারা তোমাদের চেয়ে অধিক জ্ঞানসম্পন্ন।”

বক্তব্যের এক পর্যায়ে তিনি সতর্ক করে বলেন, “আজ যারা আহলে বাইতের প্রেমের কথা বলে নিজের খেয়াল-খুশির পেছনে ছুটছে এবং অভিশপ্ত ইয়াজিদের ব্যাপারে নরম ভাষা খুঁজছে, তারা যেন রাসূলুল্লাহ (সা.)-এর এই নির্দেশনা ভুলে না যায়। মনে রাখতে হবে, সীমা অতিক্রম করলে কিয়ামতের দিন নবীর (সা.) সামনে তাদের মুখ হবে কালিমালিপ্ত।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha