হাওজা নিউজ এজেন্সি: ইমাম আলী (আ.) বলেছেন,
خَیْرُ اَلْمَعْرُوفِ مَا لَمْ یَتَقَدَّمْهُ اَلْمَطَلُ وَ لَمْ یَتْبَعْهُ اَلْمَنُّ
সবচেয়ে উত্তম নেক কাজ হলো সেটি, যা দেরি না করে তৎক্ষণাৎ সম্পন্ন হয় এবং যার পেছনে কোনো প্রকার অনুগ্রহ জাহির করা বা (উপকৃত ব্যক্তিকে) উপকারের কথা মনে করিয়ে দেয়ার (খোঁটা দেয়ার উদ্দেশ্য) থাকে না।
[গুরারুল হিকাম, হাদীস নং ৪৯৯৯]
এই বাণী আমাদের শিক্ষা দেয় যে, প্রকৃত নেক কাজ তা-ই, যা নিছক আল্লাহর সন্তুষ্টির জন্য, বিনা শর্তে এবং বিনয়ের সাথে করা হয়। যদি সমাজে এমন মনোভাব প্রসারিত হয়, তাহলে আত্মপ্রচারণা নয়, বরং নিঃস্বার্থতা ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে।
আপনার কমেন্ট