সোমবার ২১ জুলাই ২০২৫ - ০৮:৪২
গাজায় চলমান জুলুমের ঘটনায় আমাদের কর্তব্য কী?

যখন নিরীহ মানুষের রক্তে নদী গড়ায়, যখন শিশুদের কান্না আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মানবতা—তখন একজন সচেতন ও ঈমানদার মুসলমান কী করবে? ইমাম আলী (আ.)-এর অমূল্য বাণী আমাদের সেই প্রশ্নের উত্তর দেয়: জালিমের মুখোমুখি হও এবং মাজলুমের পাশে দাঁড়াও।

হাওজা নিউজ এজেন্সি: আজকের গাজা পরিস্থিতিতে এ কথাই যেন মুসলিম উম্মাহর জন্য এক চেতনার ঘণ্টাধ্বনি।

আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) তাঁর দুই পুত্র ইমাম হাসান ও ইমাম হুসাইন (আ.)-কে উপদেশ দিয়ে বলেন,
كُونا لِلظَّالِمِ خَصْمًا وَ لِلْمَظْلُومِ عَوْنًا
তোমরা সর্বদা জালিমের বিরোধী এবং মজলুমের সাহায্যকারী হও।”

[নাহজুল বালাগা, চিঠিপত্র- ৪৭]

ইসলাম কখনো নিরব দর্শক হয়ে থাকাকে সমর্থন করে না। ইমাম আলী (আ.)-এর এই উপদেশ কেবল তাঁর সন্তানদের জন্য নয়, বরং প্রতিটি যুগের মুসলমানদের জন্য এক অনন্য বার্তা। আজ যখন গাজা জ্বলছে, তখন ন্যায়বিচার ও মানবতার পক্ষে কণ্ঠ তোলা, সহযোগিতা ও প্রতিবাদের মাধ্যমে জালিমের বিরোধিতা করাই প্রকৃত ঈমানের দাবি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha