মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ - ০৮:৩৪
মস্কোয় ইরান-রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক, সামরিক সহযোগিতা সম্প্রসারণে ঐকমত্য

ইরান ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা সোমবার মস্কোয় এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে এবং রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি জানান, বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক খাতে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে গভীর আলোচনা হয়। এ সংক্রান্ত তথ্য ইরানি দূতাবাসের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানানো হয়েছে।

ইরান-রাশিয়ার যৌথ নৌমহড়ায় যুক্তরাষ্ট্রের প্রতি বার্তা?
উল্লেখ্য, ইরান ও রাশিয়া সম্প্রতি ক্যাসপিয়ান সাগরে একটি যৌথ নৌমহড়া চালু করেছে। এই সাগর উভয় দেশের সীমানায় অবস্থিত এবং ভৌগোলিকভাবে পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত।
পশ্চিমা গণমাধ্যম, বিশেষ করে নিউজউইক, এই যৌথ মহড়াকে যুক্তরাষ্ট্রের প্রতি একটি রাজনৈতিক ও সামরিক বার্তা হিসেবে চিহ্নিত করেছে।

পুতিন-লারিজানি বৈঠক
একই দিনে, ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন। এসময় তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে তেহরানের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বার্তা পুতিনের হাতে তুলে দেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha