মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ - ০৮:৩৭
ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির পক্ষে চীনের জোরালো সমর্থন

ইরানের শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারের অধিকারকে সমর্থন জানিয়েছে চীন। সোমবার এক টেলিফোন আলোচনায় চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওসু বিষয়টি স্পষ্ট করেন।

হাওজা নিউজ এজেন্সি: ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও নিরাপত্তা বিভাগের মহাপরিচালক ফ্রেদেরিক মন্দোলোনির সঙ্গে ফোনালাপে মা বলেন, “ইরানের পরমাণু শক্তি শান্তিপূর্ণভাবে ব্যবহারের অধিকার নিশ্চিত করা উচিত। এ বিষয়ে চীন গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা রাখতে আগ্রহী।”

তিনি বলেন, ইরানের পরমাণু ইস্যু রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করাই একমাত্র যৌক্তিক পথ। উত্তেজনা এড়াতে তিনি দ্রুত সংলাপ পুনরারম্ভের আহ্বান জানান।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন সোমবার বলেন, “ইরানের পরমাণু ইস্যু শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বরং এটি বৈশ্বিক অস্ত্র বিস্তার রোধ কাঠামোর সঙ্গেও গভীরভাবে জড়িত।”

তিনি আরও বলেন, এ সমস্যা রাজনৈতিক ও কূটনৈতিক পথে শান্তিপূর্ণভাবে সমাধান করাই একমাত্র সঠিক দিক।

এই মন্তব্য তিনি করেন ইরানি মুখপাত্র ইসমাইল বাকায়ির বক্তব্যের পর, যেখানে বাকায়ি জানান—ইরান, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মধ্যে নতুন এক পরমাণু বৈঠক আগামী শুক্রবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কায়া কাল্লাসও এই বৈঠকে উপস্থিত থাকবেন।

তেহরানে ত্রিপাক্ষিক বৈঠকের ঘোষণা
ইসমাইল বাকায়ি আরও জানান, ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরমাণু ইস্যুতে রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ আলোচনা হয়েছে।

এই ধারাবাহিকতায়, ২২ জুলাই তেহরানে ইরান-চীন-রাশিয়ার মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে নিষেধাজ্ঞা প্রত্যাবর্তনসহ বিভিন্ন পরমাণু ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha