মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ - ০৮:৩৮
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের ‘ঐতিহাসিক বিজয়’

ইরাকের পার্লামেন্ট স্পিকার মাহমুদ আল-মাশহাদানি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক প্রতিরোধ ও বিজয়কে “একটি ঐতিহাসিক সাফল্য” হিসেবে অভিহিত করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: সোমবার বাগদাদে সফররত ইরানি পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এই মন্তব্য করেন।

ইরাকি গণমাধ্যমের খবরে বলা হয়েছে: আল-মাশহাদানি বলেন, “ইরান সাহসিকতা, ধৈর্য এবং জাতীয় মর্যাদা রক্ষার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা শুধু ইরানিদের নয়, আমাদেরও গর্বের বিষয়।”

তিনি আরও বলেন, “যদি ইরানের ওপর পুনরায় হামলা হয়, ইরাক তার পাশে থাকবে। আমাদের দুই দেশের মধ্যে কৌশলগত, ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গভীর সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরও শক্তিশালী করা জরুরি।”

ইরাকি স্পিকার ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানান। তিনি বলেন, “এটি ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং স্পষ্টভাবে আমাদের জাতীয় ‘লাল রেখা’ অতিক্রম করেছে।”

গত ১৩ জুন ইসরায়েল পূর্ব ঘোষণা ছাড়াই ইরানের বিভিন্ন স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায়, যাতে ইরানের কয়েকজন সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন এবং আবাসিক এলাকায় বহু বেসামরিক মানুষ হতাহত হন।

২২ জুন, যুক্তরাষ্ট্রও এই সংঘাতে যুক্ত হয়ে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায়। এরপর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালে ২৪ জুন ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধ জানায় এবং সংঘাত আপাততভাবে স্থগিত হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha