বুধবার ২৩ জুলাই ২০২৫ - ১৪:৫১
গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কায় ১০০-রও বেশি মানবাধিকার সংস্থার জরুরি হুঁশিয়ারি

সেভ দ্য চিলড্রেন এবং মেদসাঁ সঁ ফ্রঁতিয়ের (Médecins Sans Frontières)সহ বিশ্বব্যাপী ১০০-রও বেশি মানবাধিকার ও ত্রাণ সংস্থা—গাজার ওপর চলমান অবরোধের প্রেক্ষিতে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: বিবৃতিতে বলা হয়েছে, “ফিলিস্তিনিরা আশা ও হৃদয়ভঙ্গের এক চক্রে আটকা পড়েছে। তারা সাহায্য ও যুদ্ধবিরতির প্রতীক্ষায় থাকে, কিন্তু প্রতিদিনই তাদের পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।”

ইসরায়েলি প্রশাসন নিজেই স্বীকার করেছে, গাজায় প্রবেশকারী ত্রাণের পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। যদিও তাদের দাবি, খাদ্য পর্যাপ্ত রয়েছে এবং কিছু সংস্থা—যেগুলো ইসরায়েলি তত্ত্বাবধানে কাজ করে—ত্রাণ বিতরণে ব্যর্থ হচ্ছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইসরায়েল মানবিক সহায়তা সরবরাহে বাধা দিচ্ছে এবং নিরাপদ করিডোর নিশ্চিত করছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অপুষ্টি ও খাদ্য সংকটে সম্প্রতি বহু শিশু ও বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি, গত দুই মাসে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন শুধুমাত্র ত্রাণ সংগ্রহের চেষ্টা করতে গিয়ে।

মানবিক সংস্থাগুলোর দাবি, গাজায় জরুরি ত্রাণ সহায়তার অবাধ প্রবেশ নিশ্চিত করতে হবে এবং অবরোধ অবিলম্বে তুলে নিতে হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha