বুধবার ৩০ জুলাই ২০২৫ - ১২:০৭
ঐতিহাসিক বিতর্ক: সাহাবাদের হাতে খলিফা উসমানের মৃত্যু

মদিনায় অবস্থানরত সাহাবিরা অভিযোগ করেন, উসমান ন্যায়ের সীমা অতিক্রম করে চলেছেন এবং নবী মুহাম্মদ (সা.)-এর শিক্ষাকে বিকৃত করছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামের ইতিহাসে খলিফা উসমান ইবনে আফফানের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিতর্ক আজও বিদ্যমান। ঐতিহাসিক সূত্রে জানা যায়, তাঁর শাসনামলে বহু সাহাবি তাঁর কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে পড়েন। মদিনায় অবস্থানরত সাহাবিরা অভিযোগ করেন, উসমান ন্যায়ের সীমা অতিক্রম করে চলেছেন এবং নবী মুহাম্মদ (সা.)-এর শিক্ষাকে বিকৃত করছেন।

এমন পরিস্থিতিতে, মদিনার সাহাবিরা মদিনার বাইরে অবস্থানরত অন্যান্য সাহাবাদের উদ্দেশ্যে চিঠি লেখেন। সেই চিঠিতে বলা হয়—

“আপনারা তো আল্লাহর পথে জিহাদে বেরিয়েছেন, অথচ দেখুন, আপনার খলিফা নবীর ধর্মকে নষ্ট করে দিচ্ছেন। এসো, আমরা একসঙ্গে নবীর ধর্মকে পুনর্জীবিত করি।”

চিঠি পেয়ে অনেক সাহাবি মদিনায় ফিরে আসেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং খলিফা উসমানকে হত্যা করা হয়। ঐতিহাসিক সূত্রে দাবি করা হয়, হত্যার ঘটনায় উপস্থিত ছিলেন বহু সাহাবি, এমনকি কেউ কেউ হত্যাকারীদের রক্ষাতেও এগিয়ে আসেন।

এ অবস্থায় প্রশ্ন ওঠে— আলী ইবনে আবি তালিব (আ.) কি এই হত্যাকারীদের গ্রেপ্তার করে দণ্ড দিতে পারতেন? যখন সমাজের প্রভাবশালী সাহাবিরা নিজেরাই তাদের রক্ষায় প্রস্তুত ছিলেন— তখন তা কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়।

এই ঘটনাটি আজও ইসলামের ইতিহাসে একটি সংবেদনশীল ও বিতর্কিত অধ্যায় হিসেবে আলোচিত।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha