রবিবার ১০ আগস্ট ২০২৫ - ০৯:২৯
সর্বশ্রেষ্ঠ আমল!

ইমাম হুসাইন (আ.)-এর জিয়ারত কেবল একটি আধ্যাত্মিক যাত্রা নয়, বরং এটি ইসলামের দৃষ্টিতে নৈতিক জাগরণ, আত্মশুদ্ধি ও ঈমানের দৃঢ়তার অন্যতম সেরা মাধ্যম।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) এক হাদিসে ইমাম হুসাইন (আ.)-এর জিয়ারতের শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরেছেন।

তিনি বলেন—


إِنَّ زِیارَةَ الحُسین علیه السلام أفضَلُ ما یَکُونُ مِنَ الأعمال.

“নিশ্চয়ই ইমাম হুসাইন (আ.)-এর জিয়ারত সমস্ত আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ।”

[কামিলুজ জিয়ারাত, পৃষ্ঠা ২৭৮, হাদিস ৪৩৬]

আপনার কমেন্ট

You are replying to: .
captcha