হাওজা নিউজ এজেন্সি: তেহরানে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে মেজর জেনারেল হাতেমি বলেন, ইরান ও দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক অঙ্গনে উপনিবেশবাদবিরোধী, ঔদ্ধত্যবিরোধী ও ন্যায়নিষ্ঠ অবস্থান নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি ১৩ জুন ইসরায়েলের ইরানের ওপর চালানো ১২ দিনের আরোপিত যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, এই আগ্রাসনের নিন্দায় দক্ষিণ আফ্রিকার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
গাজায় যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরায়েলি অপরাধের বিরুদ্ধেও দক্ষিণ আফ্রিকার অবস্থানের প্রশংসা করেন হাতেমি। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় গণহত্যার মামলা দায়েরের মাধ্যমে প্রিটোরিয়া সাহসী ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যা বিশ্ববাসীর কাছে একটি শক্তিশালী বার্তা বহন করেছে। তবে তার মতে, গাজার প্রকৃত প্রয়োজন বাস্তবসম্মত সহায়তা, যা পশ্চিমা প্রভাবের কারণে বর্তমানে মূলত কথার মধ্যেই সীমাবদ্ধ।
বৈঠকে জেনারেল রুডজানি মাফওয়ানিয়া ইরানের জনগণ ও সরকারের উদ্দেশে দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষামন্ত্রী ও রাষ্ট্রপতির শুভেচ্ছা ও বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, এই সফর কেবল সামরিক নয়, বরং রাজনৈতিক তাৎপর্যও বহন করে। উভয় দেশ বিশ্বের নিপীড়িত ও নিরস্ত্র মানুষের পাশে সবসময় থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
আপনার কমেন্ট