বুধবার ১৩ আগস্ট ২০২৫ - ১২:২৬
ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞার হুমকি

ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ই-থ্রি (E3) দেশসমূহ—যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি—জাতিসংঘকে জানিয়েছে, তেহরান যদি চলতি আগস্ট মাসের শেষ নাগাদ পরমাণু চুক্তিতে রাজি না হয়, তবে তারা ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। পত্রিকাটি জানিয়েছে, তারা জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের উদ্দেশে পাঠানো একটি চিঠি দেখেছে।

হাওজা নিউজ এজেন্সি: গত ২৬ জুলাই জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইস্তানবুলে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ই-থ্রি দেশগুলো ইরানকে প্রস্তাব দিয়েছিল—যদি তেহরান “তার আইনি দায়বদ্ধতা” ও “কিছু শর্ত” পূরণ করে, তবে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পুনরায় চালুর প্রক্রিয়া স্থগিত রাখবে।

চিঠিতে বলা হয়, “আমরা স্পষ্ট করে দিয়েছি, যদি ইরান ২০২৫ সালের আগস্টের শেষের আগে কূটনৈতিক সমাধানে রাজি না হয়, কিংবা সময় বাড়ানোর সুযোগ গ্রহণ না করে, তবে ই-থ্রি দেশগুলো ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা সক্রিয় করতে প্রস্তুত।”

এই চিঠিতে স্বাক্ষর করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো, জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।

এর আগে শনিবার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, তেহরান অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তার পরমাণু কর্মসূচিতে কিছু সীমাবদ্ধতা মেনে নিতে প্রস্তুত। তবে সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জাপানের কিয়োডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত-ই রাভাঞ্চি বলেন, “ইরান সমৃদ্ধকরণের ক্ষমতা ও সীমা নিয়ে নমনীয় হতে পারে, তবে কোনো অবস্থাতেই সমৃদ্ধকরণ বন্ধ করতে পারবে না, কারণ এটি অপরিহার্য এবং আমাদের নিজেদের ওপর নির্ভর করতেই হবে, ফাঁকা প্রতিশ্রুতির ওপর নয়।”

রবিবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সঙ্গে এক বৈঠকে ইরানের আইনি ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান, জাতিসংঘ মহাসচিবকে পাঠানো এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি উল্লেখ করেছেন যে, ই-থ্রি দেশগুলোর ২০১৫ সালের পরমাণু চুক্তি (জেসিপিওএ) অনুযায়ী ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা সক্রিয় করার কোনো আইনি, রাজনৈতিক বা নৈতিক অধিকার নেই।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha