সোমবার ২৫ আগস্ট ২০২৫ - ০৮:২৫
ইমাম রেজা (আ.)-এর জিয়ারতের মহিমা: দোয়া কবুল ও পাপমুক্তি

ইমাম রেজা (আ.) তাঁর হাদিসে ঘোষণা করেছেন, যে ব্যক্তি তাঁর জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করবে, তার দোয়া কবুল হবে এবং সকল পাপ ক্ষমা করা হবে। এই হাদিস ভক্তদের জন্য এক অনন্য আত্মিক পুরস্কারের প্রতিশ্রুতি হিসেবে বিবেচিত।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম রেজা (আ.) বলেন,

ألا وإنّی لَمَقتولٌ بِالسَّمِّ ظُلماً، ومَدفونٌ فی مَوضِعِ غُربَةٍ، فَمَن شَدَّ رَحلَهُ إلی زِیارَتی استُجیبَ دُعاؤهُ وغُفِرَ لَهُ ذَنبُهُ.

(জেনে রাখো,) অন্যায়ভাবে বিষ দিয়ে আমাকে হত্যা করা হবে এবং আমি পরদেশে সমাহিত হব। তাই যে ব্যক্তি আমার জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করবে, তার দোয়া কবুল হবে এবং সব পাপ ক্ষমা করা হবে।

[আল-খিসাল, পৃষ্ঠা- ১৪৪, হাদিস- ১৬৭]

এই হাদিস থেকে শিক্ষা নেওয়া যায়, যে ভক্তি ও আনুগত্য কেবল আত্মিক উন্নতি নয়, বরং এটি মানব জীবনে আল্লাহর রহমত ও ক্ষমার সঙ্গে সংযুক্ত।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha