রবিবার ৩১ আগস্ট ২০২৫ - ২১:১৬
কোমে হাওজায়ে ইলমিয়ার নতুন শিক্ষাবর্ষের উদ্বোধন

ইরানের ১৪০৪-১৪০৫ সৌর শিক্ষাবর্ষের হাওজায়ে ইলমিয়ার (ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান) আনুষ্ঠানিক উদ্বোধন আগামী রবিবার কোমের ঐতিহাসিক ফায়েজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মারজায়ে তাকলিদ হযরত আয়াতুল্লাহিল উজমা সুবহানি।

হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠান সকাল ৯টা ৩০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াত ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে। এরপর আহলে বাইত (আ.)-এর একজন খ্যাতনামা জাকির মার্সিয়া পরিবেশন করবেন।

পরবর্তী পর্বে হাওজায়ে ইলমিয়ার শিক্ষা বিষয়ক সহ-পরিচালক, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আবুলকাসেম মুকিমি হাজ্জ অতিথিদের স্বাগত জানাবেন এবং শিক্ষা অঙ্গনে গৃহীত নতুন কর্মপরিকল্পনা ও রূপান্তরমূলক পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবেন।

এছাড়া হাওজায়ে ইলমিয়ার মহাপরিচালক আয়াতুল্লাহ আলী রেজা আ’রাফি বক্তব্য প্রদান করবেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে হযরত আয়াতুল্লাহিল উজমা সুবহানি বিশেষ বক্তৃতা দেবেন। আলেম, শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর গুরুত্বপূর্ণ নসিহত ও নির্দেশনা গ্রহণের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের পথচলা শুরু করবেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha