হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠান সকাল ৯টা ৩০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াত ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে। এরপর আহলে বাইত (আ.)-এর একজন খ্যাতনামা জাকির মার্সিয়া পরিবেশন করবেন।
পরবর্তী পর্বে হাওজায়ে ইলমিয়ার শিক্ষা বিষয়ক সহ-পরিচালক, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আবুলকাসেম মুকিমি হাজ্জ অতিথিদের স্বাগত জানাবেন এবং শিক্ষা অঙ্গনে গৃহীত নতুন কর্মপরিকল্পনা ও রূপান্তরমূলক পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবেন।
এছাড়া হাওজায়ে ইলমিয়ার মহাপরিচালক আয়াতুল্লাহ আলী রেজা আ’রাফি বক্তব্য প্রদান করবেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে হযরত আয়াতুল্লাহিল উজমা সুবহানি বিশেষ বক্তৃতা দেবেন। আলেম, শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর গুরুত্বপূর্ণ নসিহত ও নির্দেশনা গ্রহণের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের পথচলা শুরু করবেন।
আপনার কমেন্ট