শুক্রবার ৫ সেপ্টেম্বর ২০২৫ - ১০:১৩
ফিলিস্তিনি নিপীড়িতদের সহায়তা মুসলিম বিশ্বের নৈতিক দায়িত্ব

আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়্যেদ আব্দুলমালিক আল-হুথি বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানো মুসলিম বিশ্বের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।

হাওজা নিউজ এজেন্সি: হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া এক ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় জায়নিস্টরা গাজায় গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। “জায়নিস্ট সত্তা প্রকাশ্যে গণহত্যা করছে, অথচ বিশ্ব তা নীরবে প্রত্যক্ষ করছে,” মন্তব্য করেন তিনি।

আল-হুথি আল-আকসা মসজিদে জায়নিস্টদের অব্যাহত লঙ্ঘনের তীব্র নিন্দা জানান এবং বলেন, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো মুসলিমদের মৌলিক কর্তব্য। তিনি সমালোচনা করেন তাদের যারা এই বিপদের গুরুত্ব উপলব্ধি না করে জায়নিস্ট শত্রুর সঙ্গে আপস বা সহযোগিতায় লিপ্ত।

তার ভাষায়, “ফিলিস্তিনিদের দুর্দশা প্রমাণ করে মুসলিম সমাজের নৈতিক অবক্ষয় কতটা গভীর হয়েছে, যা সাংস্কৃতিক ও মানসিক আগ্রাসনের প্রভাবে আরও বাড়ছে।”

আল-হুথি আরও বলেন, মুসলিম উম্মাহ কোরআন ও রাসূলের নির্দেশনা থেকে সরে যাওয়ার পর থেকেই অবক্ষয়ের শিকার হয়েছে। “মুসলিমদের সমস্যা শুরু হয় কোরআন থেকে বিচ্যুতির মাধ্যমে। তাই মুসলিম জাতিগুলোকে পুনরায় কোরআন ও নবীর নির্দেশনার সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে,” তিনি যোগ করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha