হাওজা নিউজ এজেন্সি: ৪ সেপ্টেম্বর ২০২৫ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ব্রিকস সদস্যদেশগুলোর মুসলিম ধর্মীয় নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ব্রিকস (BRICS) হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক জোট, যেখানে ইরানসহ ছয়টি নতুন দেশ ২০২৩ সালের জানুয়ারিতে যোগ দেয়।
ইরানের পক্ষে বৈঠকে অংশ নেন ইসলামি কালচার অ্যান্ড রিলেশনস অর্গানাইজেশনের প্রধান হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ মেহদি ইমানিপুর। বৈঠক শেষে নেতারা একটি যৌথ বিবৃতি দেন, যাতে নৈতিকতা, পরিবার ও আধ্যাত্মিকতার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।
যৌথ বিবৃতির প্রধান বিষয়গুলো:
ঐক্য ও বৈচিত্র্যের নীতি: ইসলাম শিক্ষা দেয় যে মানবজাতির জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য আল্লাহর প্রজ্ঞার নিদর্শন। ব্রিকস মুসলিম নেতারা বলেন, তারা এমন এক বহুমুখী ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে আগ্রহী যা পারস্পরিক সম্মান, সংস্কৃতি ও সভ্যতার বৈশিষ্ট্যের ওপর প্রতিষ্ঠিত।
নৈতিক মূল্যবোধের সুরক্ষা: সদস্যদেশগুলোর নেতৃত্ব আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ রক্ষায় যে ভূমিকা রাখছে তা তারা সমর্থন করেন এবং মানব প্রকৃতির বিপরীত মতাদর্শের আধিপত্য প্রত্যাখ্যান করেন।
আন্তঃধর্মীয় সংলাপ জোরদার: বৈচিত্র্যময় সাংস্কৃতিক প্রেক্ষাপটে আন্তঃধর্মীয় ও আন্তঃজাতিগত সংলাপকে তারা গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রধান উপায় হিসেবে উল্লেখ করেন।
পরিবার রক্ষায় অগ্রাধিকার: তারা বলেন, পরিবারব্যবস্থার ক্ষয় মানবজাতির ভবিষ্যতের জন্য ভয়াবহ হুমকি। তাই তরুণদের মধ্যে পারিবারিক মূল্যবোধ জাগ্রত ও সংরক্ষণের জন্য সবধরনের সহযোগিতা ও প্রচেষ্টা চালাতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার: তারা জোর দিয়ে বলেন, এআই প্রযুক্তির ব্যবহার অবশ্যই নৈতিক নীতির আলোকে নিয়ন্ত্রিত ও পরিচালিত হওয়া উচিত।
সহিংসতা ও ঘৃণার নিন্দা: যৌথ বিবৃতিতে ঘৃণা ছড়ানো, উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদের সব রূপের কঠোর নিন্দা জানানো হয়। ধর্মের অবমাননা ও বিশ্বাসীদের অধিকার-স্বাধীনতায় হস্তক্ষেপকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ঘোষণা করা হয়।
শেষে অংশগ্রহণকারীরা বৈঠকের আয়োজক ও ব্রাজিল সরকারের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং বলেন, এটি সভ্যতাগুলোর মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার কমেন্ট