হাওজা নিউজ এজেন্সি: রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
ما مِن شیءٍ أثقَلُ فی المیزانِ مِن حُسنِ الخُلقِ
কোনো কিছুই নেই যা আমলের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে বেশি ভারী।
অর্থাৎ— কিয়ামতের দিনে আমলের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে কিছুই ভারী হবে না।
[ঊইউনু আখবারুর রেযা, খণ্ড ২, পৃষ্ঠা ৩৭, হাদীস ৯৮]
এ হাদীস আমাদের শিক্ষা দেয় যে, ইবাদত-বন্দেগি ও অন্যান্য সৎকর্মের পাশাপাশি মানুষের সঙ্গে সদাচার, কোমল ব্যবহার ও সুন্দর চরিত্র গঠনই পরকালে মুক্তি ও সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি।
আপনার কমেন্ট