হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
أکمَلُ المؤمنینَ إیمانا أحْسَنُهُم خُلقا
মুমিনদের মধ্যে যাদের ঈমান সবচেয়ে পূর্ণ, তারা হলো সেই ব্যক্তিরা—যাদের চরিত্র সবচেয়ে উত্তম।
[আল-আমালী, শেইখ তুসী, পৃষ্ঠা- ১৪০, হাদীস- ২২৭]
এই হাদীস স্পষ্ট করে যে, নামায, রোযা বা অন্যান্য ইবাদত তখনই সম্পূর্ণ ফলপ্রসূ হয়, যখন তা উত্তম চরিত্রে প্রতিফলিত হয়। তাই প্রতিটি মুমিনের কর্তব্য হলো আখলাকে হুসনা (সুন্দর চরিত্র) গড়ে তোলা, কারণ এটিই ঈমানের পূর্ণতার প্রকৃত নিদর্শন।
আপনার কমেন্ট