রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫ - ১২:৪৫
পূর্ণাঙ্গ মুমিনের নিদর্শন

মহানবী হযরত মুহাম্মাদ মুস্তাফা (সা.) এক উজ্জ্বল হাদীসে ঘোষণা করেছেন যে, সত্যিকারের ঈমানের পূর্ণতা নির্ণয়ের প্রধান মাপকাঠি হলো সুন্দর চরিত্র বা উত্তম আখলাক। ইবাদতের পাশাপাশি মানুষের সঙ্গে সদ্ব্যবহার ও নৈতিক আচরণই মুমিনের মর্যাদাকে পরিপূর্ণ করে তোলে।

হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
أکمَلُ المؤمنینَ إیمانا أحْسَنُهُم خُلقا
মুমিনদের মধ্যে যাদের ঈমান সবচেয়ে পূর্ণ, তারা হলো সেই ব্যক্তিরা—যাদের চরিত্র সবচেয়ে উত্তম।

[আল-আমালী, শেইখ তুসী, পৃষ্ঠা- ১৪০, হাদীস- ২২৭]

এই হাদীস স্পষ্ট করে যে, নামায, রোযা বা অন্যান্য ইবাদত তখনই সম্পূর্ণ ফলপ্রসূ হয়, যখন তা উত্তম চরিত্রে প্রতিফলিত হয়। তাই প্রতিটি মুমিনের কর্তব্য হলো আখলাকে হুসনা (সুন্দর চরিত্র) গড়ে তোলা, কারণ এটিই ঈমানের পূর্ণতার প্রকৃত নিদর্শন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha