বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:০১
প্রতিরোধ আন্দোলন কখনও ইসরায়েলি আগ্রাসনের কাছে আত্মসমর্পন করবে না

হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম দৃঢ়তার সঙ্গে বলেছেন, প্রতিরোধ আন্দোলন কখনও ইসরায়েলি আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করবে না। তাঁর ভাষ্যে, মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের মোকাবিলার একমাত্র কার্যকর উপায় হলো প্রতিরোধকে সমর্থন ও শক্তিশালী করা।

হাওজা নিউজ এজেন্সি: বুধবার মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে টেলিভিশনে দেওয়া ভাষণে শেখ কাসেম বলেন, “লেবাননের মূল বিষয় হলো—এটি যেন সব লেবাননবাসীর জন্য অভিন্ন একটি দেশ হয়।” তিনি স্মরণ করিয়ে দেন, “হিজবুল্লাহ লেবানন ও তার ভূখণ্ড রক্ষার জন্য নিজেদের শীর্ষ নেতৃবৃন্দকেও উৎসর্গ করেছে।”

হিজবুল্লাহ মহাসচিব আরও বলেন, “প্রতিরোধ আজ ইসরায়েলের মোকাবেলায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং তাকে তার লক্ষ্য পূরণে বাধা দিচ্ছে।”

তিনি লেবানন সরকারকে ইসরায়েলি শাসনব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে আহ্বান জানান এবং সতর্ক করেন যে, “মার্কিন যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল লেবাননের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুক।” তাঁর মতে, “মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেবাননকে সামরিকভাবে অসহায় করে দিতে চায়।”

শেখ কাসেম দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, “কোনো ভাবেই হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না।”

তিনি জোর দিয়ে বলেন, মার্কিন-ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে জাতীয় ঐক্য অপরিহার্য এবং সব রাজনৈতিক দলের সঙ্গে সহযোগিতার জন্য হিজবুল্লাহ প্রস্তুত।

কাসেম মঙ্গলবার কাতারের দোহায় ইসরায়েলি বিমান হামলার প্রসঙ্গ টেনে উল্লেখ করেন, ভবিষ্যতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও ইসরায়েলের আগ্রাসনের শিকার হতে পারে। তিনি সতর্ক করে বলেন, “গ্রেটার ইসরায়েল পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল একদিন সৌদি আরব ও আমিরাতেও হামলা চালাতে পারে। কেবল প্রতিরোধ আন্দোলনই আজ ইসরায়েলকে তার লক্ষ্য পূরণ থেকে বিরত রেখেছে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha