বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫ - ২০:২৫
ইরানি জাতি ও সশস্ত্র বাহিনী কাতারের পাশে থাকবে

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুরাহিম মুসাভী বলেছেন, ইরানি জাতি ও সশস্ত্র বাহিনী শেষ পর্যন্ত কাতারের পাশে থাকবে এবং তাদের “কাতারি ভাইদের” সমর্থনে কখনো দ্বিধা করবে না।

হাওজা নিউজ এজেন্সি: জেনারেল মুসাভী এই বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে কড়া নিন্দা জানান এবং দোহায় হামলার ঘটনাকে অপরাধমুলক কর্ম বলে অভিহিত করেছেন। 

জেনারেল মুসাবি কাতারের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে টেলিফোনাল সম্বন্ধে এই বক্তব্য দেন; সেখানে তিনি দোহায় এ হামলাকে “আপরাধ ও সন্ত্রাসী কাজ” হিসেবে আখ্যায়িত করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী কাতারের প্রতি সহমর্মিতা ও সমর্থন জানাতে কখনো দ্বিধা করবে না। 

ইসরায়েলের বিমান হামলা দোহায় হামাস প্রতিনিধিদলের এক বৈঠককে লক্ষ্য করলে অতর্কিতভাবে আঞ্চলিক উত্তেজনা বেড়ে গেছে; পশ্চিমা ও আঞ্চলিক সংবাদমাধ্যমগুলো এই হামলাকে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির জন্য গুরুতর ইঙ্গিত হিসেবে দেখছে। কাতারের প্রধানমন্ত্রীও ওই হামলাকে “রাষ্ট্রীয় সন্ত্রাস” বলে অভিহিত করেছেন। 

তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রসহ অন্যান্য সরকারি সূত্রও ইসরায়েলের এ হামলাকে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে এবং কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। ইরানি কর্মকর্তাের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন ও জাতসংঘের মৌলিক নীতির পরিপন্থী এ হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। 

অন্যদিকে, অঞ্চল ও আন্তর্জাতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিক আলোচনা ত্বরান্বিত হয়েছে; কাতার অবিলম্বে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে প্রতিক্রিয়া জানাতে উদ্যোগ নিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানানো হচ্ছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha