সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ - ১৪:০৮
মানুষের সেবা— এক মহান নিয়ামত

ইমাম হুসাইন (আ.) মানুষের প্রয়োজন মেটানোর সুযোগকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত হিসেবে বর্ণনা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম হোসাইন (আ.) বললছেন,
إِنَّ حَوَائِجَ النّاسِ إِلَیْکُمْ مِنْ نِعَمِ اللّهِ عَلَیْکُمْ، فَلا تَمِلُّوا النِّعَمَ
মানুষ যখন তোমাদের কাছে তাদের প্রয়োজন নিয়ে আসে, এটি আল্লাহর দেওয়া এক নিয়ামত। তাই এই নিয়ামতকে ক্লান্তিকর বা বিরক্তিকর মনে করো না।

[বিহারুল আনওয়ার, খণ্ড ৭৪, পৃষ্ঠা ৩১৮]

অতএব, মানুষের সেবাকে বোঝা নয়; বরং আল্লাহর দেওয়া নিয়ামত জেনে আনন্দের সাথে গ্রহণ করা উচিত।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha