বুধবার ১ অক্টোবর ২০২৫ - ১৬:১৫
ইমাম হাসান আসকারি (আ.)-এর দৃষ্টিতে সর্বোত্তম ভ্রাতা

ভ্রাতৃত্ব শুধু রক্তের সম্পর্ক নয়; সত্যিকারের ভ্রাতৃত্ব প্রকাশ পায়, কর্তব্য, ক্ষমাশীলতা ও কৃতজ্ঞতার মাধ্যমে। ইমাম হাসান আসকারি (আ.) এক হাদীসে এ বিষয়ে অমূল্য দিকনির্দেশনা প্রদান করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম আসকারি (আ.) বলেন,
خَیْرُ إِخْوَانِکَ مَنْ نَسِیَ ذَنْبَکَ وَ ذَکَرَ إِحْسَانَکَ إِلَیْهِ
তোমার সর্বোত্তম ভ্রাতা সে-ই, যে তোমার ভুল-ত্রুটি ভুলে যায় আর তোমার উপকার ও সৎকর্মকে স্মরণে রাখে।

[আলামুদ্দ্বীন, পৃষ্ঠা ৩১৩]

এ হাদীস আমাদের শিক্ষা দেয় যে, ভ্রাতৃত্বের আসল সৌন্দর্য ভুলে কর্তব্য ও কৃতজ্ঞতা ভুলে যাওয়া নয়, বরং ক্ষমা করা এবং মানুষের ভালো দিকগুলো হৃদয়ে ধরে রাখা। এ গুণই প্রকৃত ভ্রাতৃত্ব ও সমাজে স্থায়ী সৌহার্দ্য গড়ে তোলে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha