হাওজা নিউজ এজেন্সি: বুধবার আঙ্কারায়, তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ইয়াসার গুলারের আমন্ত্রণে অনুষ্ঠিত বৈঠকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাসিরজাদে এ মন্তব্য করেন। সফরকালে তিনি তুরস্কের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন।
ইরান ও তুরস্কের সাংস্কৃতিক ও ধর্মীয় অভিন্নতার প্রসঙ্গ টেনে জেনারেল নাসিরজাদে বলেন, “দুই দেশের মধ্যে এত বিস্তৃত মিল রয়েছে যে মতপার্থক্যগুলো সে তুলনায় তুচ্ছ। তবে শত্রুরা সবসময় এসব ভিন্নতাকে বড় করে তুলে ধরতে এবং অভিন্নতাগুলোকে আড়াল করতে চেষ্টা করেছে।”
অন্যদিকে, তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার ইরানের প্রতিরক্ষামন্ত্রীর এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন। তিনি বলেন, আঙ্কারায় এই সফর দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক, যা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির দিক নির্দেশ করে।
আপনার কমেন্ট