হাওজা নিউজ এজেন্সি: ইমাম মুহাম্মাদ বাকির (আ.) এক হাদিসে মানুষের আল্লাহর নিকট মর্যাদার প্রকৃত মানদণ্ড ব্যাখ্যা করে ইরশাদ করেন,
اِنَّ اَکْرَمَکُمْ عِنْدَاللّه أَشَدُّکُمْ اِکْراما لِحَلائِلِهِمْ
অর্থাৎ— “তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি, যে নিজের স্ত্রীকে সর্বাধিক সম্মান করে।
[ওয়াসায়েলুশ্ শিয়া, খণ্ড ১৫, পৃষ্ঠা ৫৮, হাদিস ৬]
এই হাদিসে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে, আল্লাহর নিকট মানুষের মর্যাদার অন্যতম প্রধান ভিত্তি হলো—স্ত্রীকে সম্মান ও মর্যাদা দেওয়া, যা একজন মুমিনের চরিত্রের প্রকৃত পরিপূর্ণতা প্রকাশ করে।
আপনার কমেন্ট