হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
خَیرُ الرِّجالِ مِن أُمَّتی الَّذینَ لا یَتَطاوَلونَ عَلی أَهلِیهِم وَ یَحنونَ عَلَیهِم وَ لا یَظلِمونَهُم
আমার উম্মতের শ্রেষ্ঠ পুরুষরা তারা, যারা পরিবার-পরিজনের প্রতি ঔদ্ধত্য ও কঠোর আচরণ করে না; বরং তাদের প্রতি স্নেহশীল থাকে এবং কোনো প্রকার অবিচার বা জুলুম করে না।”
[মাকারিমুল আখলাক, পৃষ্ঠা ২১৬]
এই হাদীস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, প্রকৃত মহত্ত্ব ও পুরুষত্ব পরিবারে ভালোবাসা, ন্যায় ও বিনয়ের মধ্যেই প্রকাশ পায়—ক্ষমতা বা আধিপত্যের প্রদর্শনে নয়।
আপনার কমেন্ট