হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বিশ্বব্যাপী প্রায় ১০০ জন মানবাধিকার কর্মী গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছেন, তাঁদের লক্ষ্য ইসরায়েলি অবরোধ ভেঙে গাজার নিপীড়িত জনগণের কাছে সহায়তা পৌঁছে দেওয়া।
সূত্র অনুযায়ী, “সুমুদ নৌবহর”-এর কয়েকটি জাহাজ এখনো অবশিষ্ট রয়েছে, যেগুলো গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এক কর্মী তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন: “আমরা গাজার আরও কাছে চলে এসেছি।”
এই কর্মীরা ৯টি নৌকা নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে অন্তত অল্প পরিমাণ হলেও গাজার শিশু ও সাধারণ মানুষের কাছে বিশুদ্ধ পানি ও খাদ্যসামগ্রী পৌঁছে দিতে পারেন, ইসরায়েলের অমানবিক অবরোধ ভেঙে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সরকার এ পর্যন্ত এই সহায়তা বহরের ডজনখানেক জাহাজ আটক করেছে এবং তাতে থাকা প্রায় ৪৫০ জন মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার করেছে।
উল্লেখযোগ্য যে, ইসরায়েলি সরকার গত ১৮ বছর ধরে ২৪ লাখ জনসংখ্যার গাজা উপত্যকাকে অবরোধ করে রেখেছে। এই অবরোধের ফলে পানি ও খাদ্যের মতো মৌলিক মানবিক প্রয়োজনীয় জিনিসে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এছাড়া সাম্প্রতিক আগ্রাসনে ইসরায়েলি বাহিনী গাজায় ৬৭,০০০ এরও বেশি ফিলিস্তিনিকে শহিদ করেছে, যাদের মধ্যে নারী, পুরুষ, শিশু এমনকি নবজাতক শিশুরাও রয়েছে।
আপনার কমেন্ট