রবিবার ১২ অক্টোবর ২০২৫ - ১৯:৫০
গাজা যুদ্ধের মধ্যেও ইসরায়েলের সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে ছয় আরব রাষ্ট্র

গাজা উপত্যকায় যুদ্ধ চলাকালীন সময়ে মুখে ইসরায়েলের নিন্দা জানালেও, কয়েকটি গুরুত্বপূর্ণ আরব রাষ্ট্র গোপনে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে বলে ফাঁস হওয়া মার্কিন নথিতে প্রকাশ পেয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে সমগ্র আরব বিশ্বে তেল আবিববিরোধী মনোভাব তীব্র হয়ে উঠলেও, গত তিন বছরে ছয়টি আরব দেশ ইসরায়েলের সঙ্গে তাদের সহযোগিতার মাত্রা আরও গভীর করেছে।

গোপন প্রতিরক্ষা কাঠামো
মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট শনিবার এক প্রতিবেদনে জানায়, গাজা যুদ্ধের সময় আরব সরকারগুলো প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করলেও, পর্দার আড়ালে তারা ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছিল।

সংবাদপত্রটি ও ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (ICIJ)–এর হাতে পৌঁছানো ফাঁস হওয়া মার্কিন গোপন নথি অনুযায়ী, অন্তত সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতার—এই ছয়টি আরব রাষ্ট্র “রিজিওনাল সিকিউরিটি কনস্ট্রাক্ট” নামে একটি শ্রেণিবদ্ধ আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামোর অংশ।

নথিতে আরও উল্লেখ করা হয়েছে যে, কুয়েত ও ওমান ভবিষ্যতে এই কাঠামোর সম্ভাব্য অংশীদার হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পর্কের টানাপোড়েন ও নতুন ভূমিকা
গত সেপ্টেম্বরে কাতারে ইসরায়েলের বিমান হামলার পর ওই সামরিক সম্পর্ক সাময়িকভাবে সংকটে পড়ে। তবে এখন গাজায় নবগঠিত যুদ্ধবিরতি তদারকিতে এই সহযোগিতা পুনরায় বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha