হাওজা নিউজ এজেন্সি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রতিনিধিত্বকারী দপ্তরের উদ্যোগে এবং “আহসান ইনস্টিটিউট ফর কম্পারেটিভ স্টাডিজ অ্যান্ড ট্রেনিং”–এর সহযোগিতায় আয়োজিত অনলাইন ভিত্তিক এ কোর্সের উদ্বোধনী সেশন গত সপ্তাহে পবিত্র কোম নগরে অনুষ্ঠিত হয়।
কোর্সটির শিরোনাম “কোরআনি ধারণা: সংশয় নিরসন ও কোরআনি সংশয়ের মোকাবিলায় পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি”। এতে পাঠদান করছেন কোমের হাওজায়ে ইলমিয়ার বিশিষ্ট উস্তাদ হুজ্জতুল ইসলাম ওয়াক মুসলিমিন রুস্তম নেজাদ।
উদ্বোধনী সেশনে বক্তা বলেন, বর্তমান যুগে তালিবুল ইলমদের জন্য কোরআনভিত্তিক জ্ঞান ও বিশ্লেষণক্ষমতা অর্জন অত্যন্ত প্রয়োজনীয়। কোরআন ও ইসলাম সম্পর্কিত সমসাময়িক সংশয় ও প্রশ্নের জবাবে যুক্তিনির্ভর ও বৈজ্ঞানিকভাবে সাড়া দিতে পারার মতো প্রস্তুতি থাকা আজ সময়ের দাবি।
তরুণ তালিবুল ইলম, আলেম ও কোরআনপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সেশনে সমসাময়িক চিন্তাধারার জগৎ সম্পর্কে সচেতনতা এবং ধর্মীয় ধারণা ব্যাখ্যায় কোরআনের পদ্ধতি প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা আরও বলেন, কোমের হাওজায়ে ইলমিয়ার সমৃদ্ধ অভিজ্ঞতা ও শিক্ষাগত ঐতিহ্যকে কাজে লাগিয়ে বাংলাদেশসহ মুসলিম সমাজের জন্য দক্ষ গবেষক ও দাওয়াতি কর্মী গড়ে তোলা প্রয়োজন।
দশটি ধারাবাহিক সেশনের পরিকল্পনায় সাজানো এ কোর্সটি নিয়মিতভাবে চলবে। আয়োজকদের মতে, এর মূল লক্ষ্য হলো—বাংলাদেশি তালিবুল ইলমদের কোরআনি জ্ঞানের গভীরতা বৃদ্ধি, যুক্তিভিত্তিক চিন্তা ও গবেষণার বিকাশ এবং ধর্মীয় সংশয় নিরসনে কার্যকর ভূমিকা পালনের সক্ষমতা অর্জন।
আপনার কমেন্ট